প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৬:২৮ পিএম (ভিজিট : ১৬০)
দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে মঙ্গলবার। এদিন রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল ১০টায় এ ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের লটারির ফলাফল জানতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যাওয়ার প্রয়োজন নেই। তারা ঘরে বসে অনলাইনে দ্রুত ফলাফল জানতে পারবেন।
এবার প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে সরকারি-বেসরকারি মিলিয়ে সারা দেশে আবেদন করেছেন ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী।
সোমবার (১৬ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্র থেকে এসব তথ্য জানা যায়।
এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মাধ্যমিক উইংয়ের উপপরিচালক ও ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, ভর্তির লটারি সকালে শুরু হবে। সাড়ে ১০টা থেকে ১১টা নাগাদ ভর্তি লটারির ডিজিটাল প্রক্রিয়া শুরু হবে।
তিনি জানান, সাধারণত প্রক্রিয়াটি শেষ হলে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে। সে হিসাবে দুপুর ২টা থেকে আড়াইটার দিকে শিক্ষার্থীরা ফল পাবেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর জানিয়েছে, শিক্ষার্থীরা যে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন করেছে, সেখানে এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd/) প্রবেশ করে অভিভাবকরা তাদের লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লটারির ফল ডাউনলোড ও প্রিন্ট দিতে পারবেন। ওই ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রধান শিক্ষকরাও নিজ নিজ স্কুলের লটারির ফল ডাউনলোড ও প্রিন্ট দিতে পারবেন।
দেশের সরকারি-বেসরকারি ৫ হাজার ৬২৫টি বিদ্যালয়ে এবার মোট ১১ লাখ ১৬ হাজার ৩৮৯টি আসন রয়েছে। আর গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ ছিল। এই ১৮ দিনে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন। এর মধ্যে ৬৮০টি সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছে ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন শিক্ষার্থী। আর ৪ হাজার ৯৪৫টি বেসরকারি স্কুলের জন্য ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি আবেদন জমা পড়েছে। তবে আসন সংখ্যার হিসাবে ভর্তির পরও বেসরকরি স্কুলে বহু আসন শূন্য থাকবে।
সময়ের আলো/এম