ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

বিমান বাহিনীতে অনারারি কমিশন পেলেন ১৫ কর্মকর্তা
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৬:১৯ পিএম  (ভিজিট : ৮৮)
বিমান বাহিনীতে প্রথমবারের মতো মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবির জেসিওদের অনারারি কমিশন প্রদান অনুষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনী সদর দফতরে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনারারি কমিশন প্রাপ্ত অফিসারদের ফ্লাইং অফিসার পদবির র্যাংক ব্যাজ পরিয়ে দেন। 

সোমবার (১৬ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, অসাধারণ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আনুগত্যের সঙ্গে জাতীয় পর্যায়ে এবং স্ব স্ব কর্মক্ষেত্রে বিশেষভাবে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিজয় দিবসে বিমান বাহিনীর ১৫ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবির জেসিওকে সম্মানসূচক অনারারি ফ্লাইং অফিসার পদবিতে অনারারি কমিশন প্রদান করা হয়।

বিমান বাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারি ফ্লাইং অফিসার পদে কমিশনপ্রাপ্তরা হলেন- এসএম রবিউল হাসান, আব্দুল আউয়াল, মো. নূরে আলম সিদ্দিকী, মো. আবুল হোসেন, মো. মাসুদ উজ্জামান, মো. রবিউল ইসলাম, ইব্রাহীম সরদার, মো. নজিমুল হক, এস এম হাফিজুর রহমান, মোহাম্মদ বাহারুল ইসলাম, এস এম আতিকুল রহমান, খোন্দকার বদিউল আলম, মো. শহীদুল ইসলাম, গোলাম মোস্তফা ও মোহাম্মদ ওবায়দুল হক।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানেরা, ঘাঁটি/ইউনিটের এয়ার অধিনায়কেরা, বিমান সদরের পরিচালকেরা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ঘাঁটি থেকে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close