ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবসের অনুষ্ঠানে ডেকে এনে সাংবাদিকদের অপমান!
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৫:২৩ পিএম  (ভিজিট : ১২৮)
বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল ও স্মৃতিবিজড়িত একটি দিন ১৬ ডিসেম্বর। বাঙালির সবচেয়ে আনন্দের দিন। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন সার্বভৌম বাংলাদেশ। এক এক করে ৫৩টি বিজয় দিবস পালন করে ৫৪তম বিজয় দিবসে বাংলাদেশ। বিজয় দিবসে দেশমাতৃকার টানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের স্মরণে সারাদেশে চলছে নানা আয়োজন।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এসব কর্মসূচিতে অংশ নিতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি চিঠি দিয়ে দাওয়াত করা হয় সাংবাদিকদের। কিন্তু বেলা ১২টার দিকে অনুষ্ঠিত আলোচনা সভায় দাওয়াত পাওয়া সকলের জন্য আসন থাকলেও সাংবাদিকদের বসার জন্য কোনো আসন রাখেনি উপজেলা প্রশাসন। এতে অনেক সাংবাদিক অপমান বোধ করে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান।

বিজয় দিবসের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে আসন না রাখা অপমান করার শামিল বলে মনে করছেন সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকেরা।

তারা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক বিদায় নিলেও প্রশাসনের মাঝে এখনো বৈষম্য মনোভাব রয়ে গেছে। না হয় রাজনীতিবিদসহ সকলে আসন পেলেও সাংবাদিকদের জন্য আসন না রাখা এটা এক প্রকার অপমান করা।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close