প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ২:৫২ পিএম (ভিজিট : ৬৪)
কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৩ নারীসহ সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা–সিলেট মহাসড়কের ভৈরব উপজেলার জগন্নাথপুরে ব্রহ্মপুত্র সেতুর ওপর এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে দু'জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজপুর গ্রামের সিএনজি অটোরিকশার চালক শাহিন মিয়া (২৪) ও যাত্রী রাজন মিয়া (২২)। নিহত অপর তি নারীর পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায় , সকাল ৭টার দিকে ঢাকা থেকে দুটি কাভার্ডভ্যান ভৈরবে যাবার সময় ব্রহ্মপুত্র সেতুর ওপর দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়।
এ সময় অটোরিকশাতে থাকা ৪জন যাত্রী ও চালকসহ ৫ জন ঘটনাস্থলেই মারা যান।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, দুটি কাভার্ড ভ্যান আটক করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
সময়ের আলো/এম