ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

সিরাজদিখানে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৫ এএম  (ভিজিট : ১২৪)
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান  মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেরা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, সিরাজদিখান উপজেলা পঃপঃ স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামশেদ ফরিদী, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক রাতুল হাসান শান্ত, জাকারিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রামাণ্য চিত্রসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে। এছাড়া সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব, সিরাজদিখান সাথী সমাজকল্যান সংস্থা ও বিভিন্ন সামাজিক সংগঠন জাতির বীর সন্তানদের প্রতি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধাভরে স্মরণ করেন।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close