ঝালকাঠিতে ৭৭৬পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৪ এএম (ভিজিট : ৬৪)
ঝালকাঠিতে ৭৭৬পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় রাজাপুরের পিংড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক লিটন মল্লিক (৫১) ও তার স্ত্রী বেগম (৩৬) ঝালকাঠির পশ্চিম ঝালকাঠি ৬নং ওয়ার্ড এলাকার বাসিন্দা।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের নির্দেশক্রমে ডিবি ওসি (নিরস্ত্র) মোঃ সেলিম উদ্দিনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে।
রোববার রাত পৌনে ১১টার দিকে রাজাপুর উপজেলার পিংড়ি বাসস্ট্যান্ড এলাকার কবির মীরের দোকানের সামনে থেকে ৭৭৬ পিস ইয়াবাসহ লিটন-মোর্শেদা দম্পতিকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ডিবি ওসি সেলিম উদ্দিন।
সময়ের আলো/এএ/