প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৬ এএম (ভিজিট : ১২২)
মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১২ মিনিটে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার সাথে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, অন্য কয়েকজন উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর পর সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
সময়ের আলো/আরএস/