প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ২:৫২ এএম (ভিজিট : ৬২)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে ওয়েলন্ডিং শ্রমিক হুমায়ন কবিরকে হত্যাচেষ্টা মামলায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী শিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাষ ও নিলুফা ইয়াসমিনকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই আবদুল করিম মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার ও সাইফুর রহমান জামিন চেয়ে আবেদন করেন।
শুনানিতে তারা বলেন, অহেতুক হয়রানি করে তাদের মামলায় জড়িত করা হয়েছে। এ সময় রাষ্ট্রপক্ষে জামিনে বিরোধিতা করা হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি ৩২-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হন মিষ্টি সুভাষ।
জানা যায়, গত ৪ আগস্ট ধানমন্ডি ৩নং রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে অংশ নেন হুমায়ুন কবির। এরপর দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আক্রমণে পেটে গুলিবিদ্ধ হন তিনি। এ ঘটনায় গত ৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনকে আসামি করে রাজধানীর ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়।
সময়ের আলো/আরএস/