প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ২:০৪ এএম (ভিজিট : ৬৮)
আজ লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড চিরকুটের সলো কনসার্ট ‘লাভ বাংলাদেশ’। ‘আহারে জীবন’, ‘জাদুর শহর’, ‘খাজনা’, ‘কানামাছি’, ‘দুনিয়া’ সহ চিরকুটের জনপ্রিয় সব গান সরাসরি শুনবে লন্ডনের বাংলাদেশিরা।
অনুষ্ঠানের আয়োজক নেক্সটস্টেইজ ইভেন্টস জানায়, লন্ডনের রমফোর্ডের মে ফেয়ার ভেন্যুতে বিজয় দিবসের বিকাল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে কনসার্ট। প্রবাসী বাংলাদেশিসহ সবার জন্য উন্মুক্ত। দর্শকদের জন্য এ কনসার্টে থাকছে না কোনো টিকেট। তবে রেজিস্ট্রেশন করে নিতে হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
চিরকুট ব্যান্ডের সুমি বলেন, ‘বাংলা গানকে বিশ্বের কাছে পৌঁছে দিতে আমরা ইন্টারন্যাশনাল কোলাবোরেশান করেছি বিভিন্ন সময়। এবারও তাই হবে, বিভিন্ন দেশের আর্টিস্টরা পারফর্ম করবেন আমাদের সঙ্গে। চেনা চিরকুটই থাকছে নতুন আঙ্গিকে।’
সময়ের আলো/আরএস/