ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

রাজধানীর মগবাজারে গার্মেন্টস কর্মীকে হত্যা
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১২:৫০ এএম  (ভিজিট : ৪২)
পুর্ব শত্রুতার জেরে রাজধানীর বড় মগবাজার এলাকায় ছুরিকাঘাতে রাকিব (২৪) নামে এক গার্মেন্টস কর্মীকে হত্যার ঘটনা ঘটেছে।

রবিবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানাধীন বড় মগবাজার মোড়ল গলিতে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত রাকিবের বন্ধু মো. সবুজ জানান, রাকিবের বাড়ি ময়মনসিংহ জেলায়। বর্তমানে গাজীপুর চৌরাস্তা এলাকায় থাকে। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করতো। আজ গাজীপুর থেকে ঢাকায় মগবাজার নয়াটোলা এলাকায় তার খালার বাসায় বেড়াতে এসেছিল। রাতে খালার বাসা থেকে বের হয়ে হাতিরঝিল যাওয়ার সময় বড় মগবাজার মোড়ল গলিতে আবির (২২) নামে এক যুবক তার বুকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই এলাকার একটি  হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা সেখান থেকে রাকিবকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।  চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

সবুজ আরো জানায়, রাকিবের সাথে আবির নামে ওই যুবকের আগে থেকেই দ্বন্দ্ব ছিল। তার জের ধরেই রাতে একা পেয়ে আবিরকে ছুরিকাঘাত করেছে।
  
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, রাতে মগবাজার এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় স্বজনরা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। স্বজনরা  জানান, ওই যুবককে ছুরিকাঘাত করা হয়েছিল। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close