ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

সাবেক এমপি হাসানাত আব্দুল্লাহর শ্যালক গ্রেফতার
প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৭ পিএম  (ভিজিট : ৭২)
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর শ্যালক কাজী মফিজুল ইসলাম কামালকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে ব‌রিশাল নগরী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন।

গ্রেফতার কাজী মফিজুল ইসলাম কামাল বরিশাল নগরীর কাউনিয়া প্রধান সড়কের বাসিন্দা ও মৃত কাজী মোখলেচুর রহমানের ছেলে। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিএনপির অফিসে হামলা-ভাঙচুর অগ্নিসংযোগ, বিএনপির শোক র‌্যালিতে হামলাসহ তিনটি মামলার আসামি ছিলেন কাজী কামাল। তিন মামলার আসামি হিসেবে আজ (রোববার) বিকেল তিনটার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল কাউনিয়া প্রধান সড়কে তার বাসায় অভিযান করে। ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়।

আদালতে কোতোয়ালি মডেল থানার জিআরও এসআই এনামুল হক বলেন, তিন মামলার আসামি কাজী কামালকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল আমিন তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close