প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১০:২০ পিএম (ভিজিট : ৫২)
রাতে বন্ধুর ফোন পেয়ে বের হয়ে সকালে লাশ হয়ে ফিরলেন চট্টগ্রামের পটিয়ায় এক যুবক। রোববার (১৫ ডিসেম্বর) সকালে পটিয়া থানা পুলিশ পার্শ্ববর্তী একটি জায়গা থেকে তার লাশ পড়ে থাকা অবস্থায় উদ্ধার করেন। নিহত মো. নুরল হাকিম (২৬) উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২ নং ওয়ার্ড পান্না পাড়ার করিম আহমদ চৌধুরী বাড়ির নুরুল আলমের ছেলে।
বড় বোন রেশমা আক্তার জানান, আবু নামে এক ভাড়াটিয়া আমাকে জানানোর পর আমি খবর পেয়ে ভোররাতে ঘটনাস্থলে পৌঁছলে আমার ভাইয়ের প্রাণ তখন ছিল তার কিছুক্ষণ পর মৃত্যুবরণ করে। তিনি আরও জানান, রাতে আমার ভাইকে কে বা কারা বারবার ফোন করে ঘর থেকে নিয়ে যায়। আমার ভাইয়ের লাশটি আমরা খাম্বার নিচে বসানো অবস্থায় পাই। ওর পায়ে বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। তার সাথে থাকা মোবাইল টা আমরা পাইনি। আমি মনে করি পূর্বপরিকল্পিতভাবে এই ঘটনা সংঘটিত করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এটা হত্যাকাণ্ড নাকি অন্যকোনো কারণে মারা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে একের পর এক পটিয়ায় খুন, ডাকাতির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ চরম উৎকণ্ঠায় আছে বলে জানান স্থানীয়রা।
সময়ের আলো/আরআই