প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১০:০৮ পিএম (ভিজিট : ৬৮)
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করেছেন।
রোববার (১৫ ডিসেম্বর) এই সাক্ষাতে তারা দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বিশেষ দূত সিদ্দিকী যুক্তরাজ্য বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যে সব সময়োপযোগী এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে সহায়তা দিচ্ছে তার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান।
সহযোগিতার ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে আর্থিক খাতে প্রযুক্তিগত সহায়তা এবং প্রশাসনিক সংস্কার বাস্তবায়নে প্রাসঙ্গিক গবেষণার আয়োজন করা।
সময়ের আলো/এম