প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৮:৪২ পিএম (ভিজিট : ৫২)
পশ্চিম এশিয়ার রাষ্ট্র সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলী গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশ পুনরায় সমর্থন ব্যক্ত করেছে। অতি সাম্প্রতিক সময়ে সিরিয়ায় ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ।
রোববার (১৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ায় ঘটে যাওয়া ঘটনাবলি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। বর্তমান জটিল পরিস্থিতিতে সিরিয়ার জনগণের প্রতি বাংলাদেশ পূর্ণ সংহতি প্রকাশ করছে, বাংলাদেশ সিরিয়ার জনগণের মতামতকে সমর্থন করে এবং এই সময়ে শান্তি ও প্রগতির স্বার্থে দেশটির সকল পক্ষকে সংযম প্রদর্শনের জন্য বাংলাদেশ আহ্বান জানায়। বাংলাদেশ মনে করে যে সংলাপের মাধ্যমে সিরিয়ার চলমান জটিল পরিস্থিতির সমাধান হতে পারে।
সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশ আবারো সমর্থন পুনব্যক্ত করছে। জটিল এই মুহুর্তে সিরিয়ায় ইসরাইলের আগ্রাসনের প্রতি বাংলাদেশ তীব্র নিন্দা প্রকাশ করছে। বাংলাদেশ বিশ্বাস করে যে জটিল এই সময়কে পেছনে ফেলে সিরিয়ার জনগণ পুনরায় নতুন করে জাতি গঠন করবে। যা হবে অর্ন্তভূক্তমূলক, গণতান্ত্রিক এবং মানবাধিকারের প্রতি যেখানে সম্মান থাকবে।
জাতিসংঘসহ আর্ন্তজাতিক বিশ্বের প্রতি বাংলাদেশ আহ্বান জানাচ্ছে যে সিরিয়ার জন-জীবন রক্ষা করতে, মানবাধিকার নীতি সমুন্নত রাখতে এবং রাজনৈতিক সমাঝোতা তরান্বিত করতে ইউএনএসসি রেজুল্যুশন ২২৫৪ মোনা হবে। সেইসঙ্গে সিরিয়ার সকলপক্ষকে শান্তিপূর্ণ জাতি গঠনে অবদান রাখার জন্য বাংলাদেশ আহ্বান জানাচ্ছে।
সময়ের আলো/এম