ই-পেপার রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪

নবীনগরে নলকূপ থেকে বের হচ্ছে ‘গ্যাস’, উৎসুক জনতার ভিড়
প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৭:৪১ পিএম  (ভিজিট : ২৬৮)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সদ্য বসানো গভীর নলকূপ দিয়ে বের হচ্ছে পানি ও গ্যাস। ঘটনাটি ঘটেছে নবীনগর পৌর এলাকার বিজয়পাড়ার আবুল কাসেম মিয়ার বাড়িতে। রোববার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে নলকূপ থেকে বের হওয়া গ্যাসে আগুন ধরিয়ে দিলে তা জ্বলতে থাকে। বিষয়টি জানাজানির পর থেকে দেখতে ছুটে আসছেন উৎসুক জনতা।

খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। নবীনগরে গ্যাস কূপের সন্ধান পাওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।

বাড়ির মালিক কাসেম মিয়া সময়ের আলোকে বলেন, ‘নতুন একটি টিউবওয়েল বসানোর পর দেখতে পায় নিজে নিজেই পানি উঠে, আমাদের একজন লোক সেখানে দিয়াশলাই কাঠি দিয়ে আগুন দিলে সাথে সাথেই জ্বলে উঠে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে রাত ৭টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় টিউবওয়েলটিকে বন্ধ করে দিয়ে যায়।’

নবীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেবব্রত সরকার সময়ের আলোকে বলেন, ‘স্থানীয়ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। নলকূপটিকে এখন বন্ধ করা হয়েছে। পার্শ্ববর্তী শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কর্মকর্তাকে অবগত করা হবে।’

উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী সময়ের আলোকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি বিজয় পাড়ায় টিউবওয়েল থেকে গ্যাস উদগীরণ এবং আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখানে পকেট গ্যাস নাকি ন্যাচারাল গ্যাস তা যাচাই-বাছাই করার জন্য পেট্রো বাংলায় পত্র প্রেরণ করবো। পেট্রো বাংলা তার টিম দিয়ে যাচাই-বাছাই করে দেখবে আসলে এখানে গ্যাস রিজার্ভ থাকার কোনো সম্ভাবনা আছে কিনা।

উল্লেখ্য, বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্রগুলির মধ্যে একটি ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্র। এ জেলা থেকে উত্তোলিত গ্যাসে রাজধানী ঢাকা সরবরাহ হলেও আজও গ্যাস সুবিধা পায়নি নবীনগর উপজেলাবাসী। গত ২০২১ সালে প্রথমবারের মতো নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রাম থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাস ক্ষেত্রটির অধীনে শ্রীকাইল পূর্ব-১ গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন ১.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।

সময়ের আলো/আরআই




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close