কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের মাদকবিরোধী অভিযানকালে জাসদ নেতার ভাইয়ের মৃত্যুর ঘটনার জের ধরে মারধরের শিকার আহত ৩ পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) কুষ্টিয়া জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) আব্দুল খালেক এসব তথ্য নিশ্চিত করেছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই সালাউদ্দিন, কনস্টেবল এখলাছ উদ্দিন ও মিজানুর রহমান। গত শুক্রবার রাতে তাদেরকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য এখলাাস উদ্দিন বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় লাফিয়ে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরপর আমাদের তিনজনকে একটি দোকানে আটকে রেখে চরম মারধর করে স্থানীয়রা।
প্রসঙ্গত, গত শুক্রবার রাত সাতটার দিকে চাঁদগ্রা ইউনিয়নের চন্ডিপুর এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানকালে রফিকুল ইসলাম দুদু নামের এক চা বিক্রেতা ও জাসদ নেতা জিকে (গঙ্গা—কপোতাক্ষ) খালে পড়ে মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আজিজ মন্ডলের ছেলে ও সাবধান ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাকের ভাই।
পুলিশের অভিযোগ, তিনি চা দোকানের আড়ালে মাদক কারবার করতেন। ঘটনার সময় পুলিশের আঘাতে রফিকুলের মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে জাসদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা তিন পুলিশ সদস্যকে মারধর করে বাজারের একটি দোকানে আটকে রাখে এবং পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরে রাত ১০টার দিকে পুলিশ ও বিজিবি অভিযান চালিয়ে তাদের অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে।
এদিকে কেন্দ্রীয় জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রফিকুল ইসলাম দুদু জাসদের ইউনিয়ন ওয়ার্ড নেতা দাবি করে হত্যার প্রতিবাদ ও দোষী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানানো হয়েছে।