ই-পেপার রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪

রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৪ পিএম  (ভিজিট : ৫৮)
ঝালকাঠির রাজাপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সোলাইমান হোসেন (১১) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া বাজার এলাকায় রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সোলাইমান ইন্দ্রপাশা এলাকার মুদি দোকানি জসিম উদ্দিনের ছেলে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বোন জামাই হৃদয় হাওলাদার জানান, রাস্তা পারাপারের সময় ভান্ডারিয়াগামী একটি ইজিবাইক পিছন থেকে সোলাইমানকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আরআই




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close