প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৮ পিএম (ভিজিট : ১১৮)
মৌলভীবাজার জেলা ও দায়েরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরীর হোয়াটসঅ্যাপ হ্যাক করেছে হ্যাকাররা। এ ঘটনায় থানায় একটি মৌখিক অভিযোগ দায়ের করেছেন তিনি।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে পিপি অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরীর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বর ক্লোন করে পরিচিত অনেকের কাছে টাকা চাইছে একটি চক্র। যাদের কাছে টাকা চাচ্ছে তাদের সন্দেহ হওয়ায় তারা আমাকে বিষয়টি জানান। পরে নম্বরটি ক্লোন করা হয়েছে বলে বুঝতে পারি। ওই নম্বর থেকে কারও কাছে ফোন গেলে যেন সতর্ক থাকেন।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গজী মো. মাহবুবুর রহমান বলেন, এ ব্যাপারে তিনি আমাকে মৌখিক অভিযোগ দিয়েছেন। বলেছি থানায় জিডি করার জন্য।
সময়ের আলো/আরআই