প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৬:০৭ পিএম (ভিজিট : ১৫৮)
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- টিলাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. নূর মিয়া, পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সচিব মো. আব্দুল মুনিম সোহেল ও কুলাউড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহিদ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। শনিবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতারের পর আজ (রোববার) দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
সময়ের আলো/আরআই