প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১:৪৭ পিএম (ভিজিট : ৫৪৮)
বাঁশখালী পৌরসভা শ্রমিকলীগের সহ সভাপতি, সদ্য অপসারিত সাবেক মেয়র তোফাইল বিন হোসাইনের ‘কিশোর গ্যাং’ গ্রুপের অন্যতম সদস্য আনছারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) ভোর রাতে বাঁশখালী পৌরসভার সিন্নিপুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আনছার ওই এলাকার মোহাম্মদ হারুনের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, বাঁশখালী আদালত থেকে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এর প্রেক্ষিতে রবিবার ভোর রাতে বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। সম্প্রতি শ্রমিক লীগের এই সন্ত্রাসী জামিনে এসে উপজেলা সদরসহ বিভিন্নস্থানে প্রকাশ্যে বিচরণ করেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের সংঘটিত করে প্রকাশ্যে আসার চেষ্টা করছিলেন আনছার। বিষয়টি জানতে পেরে আদালতের গ্রেফতারি পরোয়ানার সূত্র ধরে অবশেষে পুলিশ তাকে আটক করে।
স্থানীয়রা জানান, বাঁশখালী পৌরসভার সন্ত্রাসী আনছার দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তার ভয়ে এলাকার মানুষ তটস্থ থাকতো। তাকে গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরি এসেছে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, শ্রমিক লীগ নেতা আনছারকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
সময়ের আলো/এএ/