ই-পেপার রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪

বিদ্যালয়ের খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১:৩৭ পিএম  (ভিজিট : ৭৮)
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে নতুন ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে হরিরামপুর গ্রামবাসী, প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যায়ের শিক্ষার্থীবৃন্দ।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টার সময় মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সমানে এ কর্মসূচি পালন করে। মানবন্ধন ও অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আরশেদ অলী, ক্রীড়া সংগঠক জিয়াউর রহমান,আজিজুল হক, আব্দুল রাহেদ ও সেন্টু আলী।

মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলের শিক্ষার্থীদের খেলার জায়গা খুব কম। সেখানে আবার অনেকটা জায়গা জুড়ে নতুন ভবন করলে আর খেলাধুলা করতে পারবে না। এখানে শুধু স্কুলের ছাত্র-ছাত্রী নয়, বাহিরের স্থানীয়রাও খেলাধুলা করে। তাই খেলার মাঠটি ছেড়ে ভবন নির্মাণের দাবি স্থানীয়দের।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close