ই-পেপার রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪

আইইউবিএটির শিক্ষার্থীদের জন্য ৭টি নতুন বাস উদ্বোধন
প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৩ পিএম  (ভিজিট : ৮৮)
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) শিক্ষার্থীদের জন্য সাতটি নতুন বাস উদ্বোধন করেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ফিতা কেটে এই বাসগুলোর উদ্বোধন করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.), প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. উৎপল কান্তি দাস, মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড. সজল সাহা, বিবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. হাসানুজ্জামান তুষার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর ড. এ কে এম পারভেজ ইকবাল, জনসংযোগ বিভাগের উপপরিচালক মোঃ আল আমিন শিহাব এবং ডেপুটি রেজিস্ট্রার রিজনা নাহার। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আইইউবিএটির নিজস্ব পরিবহন সেবা শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যাপক সুবিধা প্রদান করে। ঢাকার সব রুট ছাড়াও গাজীপুর, সাভার এবং নারায়ণগঞ্জ থেকে ফ্রি বাস সার্ভিস চালু রয়েছে। প্রতি ঘণ্টায় শাটল সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ এবং সুবিধাজনক যাতায়াত নিশ্চিত করা হয়। নতুন সাতটি বাস সংযুক্ত হওয়ায় ঢাকা, নারায়ণগঞ্জ এবং নরসিংদীর শিক্ষার্থীদের জন্য নতুন রুট চালু হবে। এর ফলে শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ এবং সাশ্রয়ী হবে।

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি দেশের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর সাবেক পরিচালক এবং খ্যাতনামা শিক্ষাবিদ প্রফেসর ড. এম আলিমউল্যা মিয়ান। শিক্ষা এবং গবেষণার গুণমানে আইইউবিএটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিশেষ স্থান অর্জন করেছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close