ই-পেপার রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪

ভাঙ্গায় কলেজ ছাত্রী গণধর্ষণের মামলায় ২ যুবক গ্রেফতার
প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৯:২৭ এএম  (ভিজিট : ১৭৮)
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ডাক্তার দেখিয়ে ফেরার পথে দ্বাদশ শ্রেণীর এক কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় চার আসামির মধ্যে দুই জনকে আটক করে আদালতে সপর্দ করা হয়েছে। 

ঘটনায় বর্ণনায় জানা যায়, ভাঙ্গা থানার পাশে একটি প্রাইভেট হাসপাতালের উপরে এই কলেজ ছাত্রীকে গণধর্ষন করেছে দুই যুবক। ধর্ষিতার পরিবারের পক্ষ হতে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করার পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার আজিমনগর এলাকা থেকে দুই ধর্ষনকারীকে আটক করে ভাঙ্গা থানার পুলিশ।

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাদেরকে ১৪৪ ধারা জবানবন্দির জন্য ফরিদপুর আদালতে প্রেরণ করেছে। এঘটনায় ভুক্তভোগীর বড় বোন কুুলসুম বেগম বাদী হয়ে চার জনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি গণধর্ষণ মামলা করেন। মামলা নম্বর -১৪ তারিখ ৭/১২/২৪।

গন ধর্ষনের শিকার ওই কলেজ ছাত্রীর মোকসেদপুর উপজেলার বাটিকামারী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।

ধর্ষণকারী আটককৃত দুই যুবকের বাড়ি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র মোঃ জুয়েল রানা (৩১) ও একই এলাকার আব্দুল কালাম রহমানের পুত্র মতিউর রহমান (৩০)।

মামলার সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর ২০২৪ তারিখে ওই কলেজ ছাত্রী ডাক্তার দেখানোর জন্য ফরিদপুরে যায়। সেখানে তার পূর্ব পরিচিত শিলা নামের এক মহিলা তাকে ফুসলিয়ে ভাঙ্গা থানার পাশে গ্রীন হাসপাতালের উপরে তিনতলায় শিল্পী আফরোজীর ফ্লাটে নিয়ে যায়। সেখানে অবস্থানরত দুই যুবক ওই মহিলা সহায়তায় রাতভর কলেজ ছাত্রীকে জোরপূর্বক গণধর্ষণ করে। 

পরদিন ঐ ছাত্রী বিষয়টি তার পরিবারের কাছে জানায়। এর দুইদিন পর তার বড় দুই বোনের সহায়তায় গত ৭/১২/২৪ তারিখ রাতে ভাঙ্গা থানায় একটি গণধর্ষণ মামলা করেন। ৮ তারিখে ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং পুলিশের কাছে ২২ ধারা জবানবন্দি দিয়েছেন।

এ ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোকছেদুর রহমান জানান, গত ৭/১২/২৪ তারিখে ভাঙ্গা থানা এলাকায়  ১৭ বছর বয়সের এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় জুয়েল ও মতিউর নামে দুই যুবককে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছি। তারা ২ জন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে । 

শনিবার দুপুরে তাদের দুই জনকে ১৬৪ ধারা জবানবন্দি জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের অভিযান চলছে। এই ঘটনায় ঐ ছাত্রীর বোন বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি গণধর্ষণের মামলা করেছে।


সময়ের আলো/এএ/




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close