প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৭:৫২ এএম (ভিজিট : ৯০)
অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন মালাইকা অরোরা। সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবি তারই ইঙ্গিত পাওয়া গেল।
এবার অর্জুনের চেয়েও কম বয়সি প্রেমিক খুঁজে পেয়েছেন মালাইকা। আর সেই প্রেমিক হলো তার ছেলে আরহানের স্টাইলিস্ট এবং বন্ধু! তার প্রেমেই নাকি হাবুডুবু খাচ্ছেন এই বলিউড সুন্দরী।
কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মালাইকার একটা ভিডিও। যেখানে দেখা গেছে ছেলের স্টাইলিস্ট রাহুল বিজয়ের সঙ্গে একটি রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন মালাইকা। আর সেই ভিডিও দেখার পর থেকেই হইচই নেটিজেনদের মাঝে। এরপর এপি ধিলোঁর কনসার্টেও একসঙ্গে গেছেন দুজন।
যে ছবি রাহুল শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। দুজনের এই ছবি দেখে নেটিজেনরা মালাইকাকে খোঁচা মেরে বলছেন, ফের বাচ্চার মাথা খাচ্ছেন। তাই বলে ছেলের বয়সি একজনের সঙ্গে! অনেকে তো মালাইকাকে বেহায়া বলেও কটাক্ষ করছেন। মালাইকার সঙ্গে আলোচনায় আসা রাহুল একজন ফ্যাশন স্টাইলিস্ট।
সময়ের আলো/আরএস/