ই-পেপার রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪

পরিবেশ ধ্বংস করে এক্সপ্রেসওয়ে নির্মাণ বন্ধের দাবি
প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৭:২৮ এএম  (ভিজিট : ২৮)
রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল ধ্বংস করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবেশ সচেতন নাগরিক ও সংগঠনগুলোর যৌথ প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন’।

শনিবার পান্থকুঞ্জ পার্কের মধ্যে নির্মাণকাজ চলমান থাকার পাশেই তারা মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পান্থকুঞ্জ পার্ক এবং হাতিরঝিল ধ্বংস করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধ করতে হবে। ইতিমধ্যে এক্সপ্রেসওয়ের কাজের জন্য পার্কের অনেক গাছ কাটা হয়েছে। সাম্প্রতিক সময়ে এ প্রকল্পের মাধ্যমে দেশের আইন, পরিকল্পনা ও যথাযথ পদ্ধতির তোয়াক্কা না করে হাতিরঝিলের জলাধার ভরাটের মাধ্যমে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। পান্থকুঞ্জ পার্কে যেভাবে অবকাঠামো তৈরি হচ্ছে তাতে পার্কটি তার আগের অবস্থান হারাবে। 

নির্মাণকাজ থামানো না গেলে পান্থকুঞ্জ পার্ক নষ্ট হওয়ার পাশাপাশি বিদ্যমান রাস্তার উপযোগিতাও নষ্ট হবে।

এসময় বক্তারা বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য হাতিরঝিল ভরাট বন্ধ করে স্থাপিত পিলারগুলো সরিয়ে জলাধার ও প্রাণবৈচিত্র্য পুনরুদ্ধার করতে হবে। পান্থকুঞ্জ পার্কে গাছ কাটা বন্ধ করে নিয়ম মেনে দেশি প্রজাতির গাছ লাগিয়ে পার্কের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার করতে হবে।

লেখক ও গবেষক পাভেল পার্থর সঞ্চালনায় এ কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পরিবেশকর্মী মিজানুর রহমান, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব, লেখক ও সাংবাদিক শিমু নাসের, ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) সভাপতি অধ্যাপক আদিল মুহাম্মদ খান ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান, গবেষক জাহাঙ্গীর আলম, অর্থনীতিবিদ নাঈম উল হাসান এবং পরিকল্পনাবিদ অধ্যাপক আকতার মাহমুদ।

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close