প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৬:২৬ এএম (ভিজিট : ১১২)
স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার বছর পার হয়নি কিলিয়ান এমবাপের। এর আগেই লস ব্লাঙ্কোস শিবিরে মুদ্রার দুপিঠই দেখে ফেলেছেন। কখনো পেনাল্টি মিস করে হয়েছেন সমালোচিত আবার কখনো দুর্দান্ত গোল করে জিতেছেন সমর্থকদের মন।
এমন অম্ল-মধুর সময়ে দারুণ এক সুখবরই পেলেন ফরাসি তারকা। ২০২৩-২৪ মৌসুমে তিনি ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন। এর আগে ২০১৮, ২০১৯ ও ২০২৩ সালে লেকিপের দেওয়া এই বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি পেয়েছেন এমবাপে।
মাদ্রিদে পাড়ি জমানোর আগে লিগ ওয়ানের ২০২৩-২৪ মৌসুমে পিএসজির হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন এমবাপে। ওইবার ক্লাবটিকে শিরোপা জেতানোর পেছনে ৫২টি গোল করেছিলেন। শুধু লিগ ওয়ানের শিরোপাই নয়, ক্লাবটির হয়ে ফ্রেঞ্চ কাপও জিতেছিলেন। দেশের জার্সিতে খেলেছিলেন ইউরোর সেমিফাইনাল। এমন দাপুটে পারফরম্যান্সের কারণে প্যারিসে জন্ম নেওয়া তারকার হাতেই বর্ষসেরার পুরস্কার ওঠার কথা উঠেছিল। শেষতক সেটিই সত্যি হলো।
ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার নির্বাচনের ফলাফল এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তার তথ্য মতে, সর্বোচ্চ ৫৬ পয়েন্ট পেয়েছেন এমবাপে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা ৫১, মাইক মাইগনান ২৪, কামাভিঙ্গা পেয়েছেন ১৭ পয়েন্ট, ওরেলিয়ে চুয়ামেনি ১৬ এবং আঁতোয়ান গ্রিজম্যান ও লিস মেলু পেয়েছেন সমান ১৫ পয়েন্ট করে।
সময়ের আলো/আরএস/