ই-পেপার রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪

থাইল্যান্ডে উৎসবে বোমা বিস্ফোরণে হতাহত অর্ধশত
প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২:৪৪ এএম  (ভিজিট : ৫৪)
থাইল্যান্ডে একটি উৎসবের ভিড় লক্ষ্য করে ছোড়া বোমায় অন্তত তিনজন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতের অল্প আগে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাক প্রদেশের উমফ্যাং জেলার বার্ষিক রেড ক্রস দয় লয়ফা মেলায় হামলার ঘটনাটি ঘটে।

থাই পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করে হেফাজতে নেওয়া হলেও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। পুলিশ জানিয়েছে, অন্তত ৪৮ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ছয়জনের আঘাত সংকটজনক। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় পুলিশকে হামলার খবর দেওয়া হয়।

এক বিবৃতিতে উমফ্যাংয়ের উদ্ধারকারী দল জানিয়েছে, উৎসবে যোগ দেওয়া লোকজন খোলা জায়গায় এক মঞ্চের সামনে নাচছিল, ছুড়ে মারা বোমাটি সেখানে এসে পড়ে। কিছু আহতকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) কারণে ঘটেছে বলে বেশ কয়েকটি প্রতিবেদনে ধারণা প্রকাশ করা হয়েছে।

বিবিসি জানায়, ঘটনার পর ধারণ করা ছবিগুলো শেয়ার করেছে উদ্ধারকারী দল। তাতে দেখা গেছে, আলোকসজ্জিত একটি মাঠে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংথাং সিনাওয়াত্রা সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বিস্ফোরণের কারণ তদন্তের জন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রশাসনকে তাদের সাহায্য করার নির্দেশ দিয়েছেন। এ হামলার পর দেশের সব উৎসবের অনুষ্ঠানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি।

ব্যাংকক পোস্টের তথ্য অনুযায়ী, চলতি বছর রেড ক্রস দয় লয়ফা সপ্তাহব্যাপী উৎসবে আট থেকে নয় হাজার মানুষ উপস্থিত হয়েছিল। উৎসব শেষ হওয়ার একদিন আগে হামলাটি চালানো হয়। উমফ্যাং থাইল্যান্ডের তাক প্রদেশের সর্ব দক্ষিণের জেলা। প্রদেশটির পশ্চিম দিকে মিয়ানমারের সঙ্গে থাইল্যান্ডের সীমান্ত আছে।

সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close