ই-পেপার রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪

হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি!
প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২:২৮ এএম  (ভিজিট : ১৩০)
অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চরম নাটকীয়তার অবসান ঘটেছে। মন গলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেট পরাশক্তি ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের। দুই পক্ষের সমঝোতায় আলোর মুখ দেখার অপেক্ষায় ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া মিনি বিশ্বকাপের আসর। আসরটি আয়োজনে ইতিমধ্যে স্বাগতিক রাষ্ট্রটিকে সবুজ সংকেত দিয়েছে বিশ্ব ক্রিকেটের পরিচালনা সংস্থা আইসিসি।

যে কোনো শর্তেই আগামী বছর পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশটিতে যেতে রাজি ছিল না ভারত। এমন অনিশ্চয়তায় পাকিস্তান বোর্ডও বেঁকে বসে। আলোচনার শুরুর দিকে হাইব্রিড মডেলের তীব্র বিরোধিতা করে। পাকিস্তানেই সব ম্যাচ হবে এমন বার্তা শক্তভাবে জানিয়ে দেয়। 

আইসিসির একাধিক প্রস্তাব খারিজ করে দেয় দুই বোর্ড। যৌথভাবে কোনো সিদ্ধান্তেই পৌঁছানো যাচ্ছিল না। শেষে শর্তসাপেক্ষে হাইব্রিড মডেল সামনে আসে। যে মডেল অনুযায়ী ভারত যেমন পাকিস্তান সফরে যাবে না, তেমনি পরের আসরে ভারতেও যাবে না পাকিস্তান। কার্যত সেই প্রস্তাবেই উভয় পক্ষ রাজি হওয়ায় জটিলতা কাটে। চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ ভারত খেলবে দুবাইয়ে। আর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে লিগ পর্বের খেলবেন না বাবর আজমরা। তাদের ম্যাচ আয়োজিত হবে কলম্বোয়।

হাইব্রিড মডেলে সবুজ সংকেত দিলেও আইসিসির তরফে এর জন্য কোনো আর্থিক ক্ষতিপূরণ পাবে না পিসিবি। তবে তার বদলে ২০২৭ সালে পাকিস্তানে আইসিসির একটি মহিলা টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পেল তারা। শোনা যাচ্ছিল, ৫০ ওভারের পরিবর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে হতে পারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও তেমনটা হওয়ার সম্ভাবনা কম। এবার দেখার বিষয় টুর্নামেন্টের সূচি কবে ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close