ই-পেপার রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪

শেষ বেলায় আরও হতাশা
সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসিবি তাই আন্তর্জাতিক ক্রিকেটেও বিষয়টি উদ্বেগের
প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১:৩৫ এএম  (ভিজিট : ৫৮)
সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ক্রিকেট অ্যান্ড ওয়েলস। খবরটা একটু পুরোনোই। এর মধ্য দিয়ে ইংল্যান্ডে আয়োজিত কোনো টুর্নামেন্টে সাকিব আর বোলিং করতে পারছেন না নিষেধাজ্ঞা ওঠা পর্যন্ত।

যেহেতু সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট তাই বিষয়টি উদ্বেগের। ২০১৪ সালে আইসিসির স্বীকৃতি পাওয়া ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে চলতি মাসের শুরুতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। পরীক্ষার ফল ইসিবি পায় ১০ ডিসেম্বর। কার্যত সেদিন থেকেই বোলিং নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। সাকিব বর্তমানে শ্রীলঙ্কায় লঙ্কা টি-টেন লিগে খেলছেন। তবে নিয়ম অনুযায়ী সেটিও পারেন না তিনি।

লঙ্কা টি-টেনে বোলিং চালিয়ে গেলেও দীর্ঘ কুড়ি বছর পর নিজের বোলিং নিয়ে সাকিবকে এখন অনিশ্চয়তার মধ্য দিয়েই যেতে হচ্ছে। ক্যারিয়ারের শেষবেলায় এসে দুঃসংবাদ শুনতে হলো তাকে। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ছাড়া আর কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও বল করতে পারবেন না তিনি।

আইসিসির সন্দেহজনক ও ত্রুটিপূর্ণ বোলিং নিয়ে থাকা নীতিমালার ১১.৩ অনুচ্ছেদে বলা আছে, ‘কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন একজন বোলারকে তাদের ঘরোয়া ক্রিকেটে যদি বোলিং নিষিদ্ধ করে আর সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী করা হয়, সে ক্ষেত্রে আইসিসি সেটা আমলে নিয়ে আরোপ করবে আন্তর্জাতিক ক্রিকেটে।’

শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টের বেলায়ও যে এটা প্রয়োগ হবে তাও লেখা আছে আইসিসির অনুচ্ছেদে, ‘সব জাতীয় ক্রিকেট ফেডারেশন ও তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও একই নোটিস স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে বাড়তি কোনো আনুষ্ঠানিকতা ছাড়া।’

আইসিসির ১১.৪ অনুচ্ছেদ অনুযায়ী যে ফেডারেশন নিষিদ্ধ করেছে তাদের স্বীকৃত কোনো পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী আবারও পরীক্ষা দিতে হবে সাকিবকে। জানা গেছে চেন্নাইতে আবারও পরীক্ষা দেবেন এই অলরাউন্ডার। সেটি আইসিসি এবং ইসিবির স্বীকৃত পরীক্ষাগার। তাই বলা যায় বোলিংয়ে ফিরতে সাকিবকে প্রমাণ করতে হবে তার কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকা হচ্ছে না।

সময়ের আলো/আরএস/





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close