প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৯:৫২ পিএম (ভিজিট : ৯০)
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালংয়ে গলায় ফাঁস দিয়ে আবদুল আজিম (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) উপজেলার জালিয়া পালং ইউনিয়নের দক্ষিণ পাইন্যাশিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। নিহত যুবক ওই গ্রামের রফিক আহমদের ছেলে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার রাতে আব্দুল আজিম নিজ বসতঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে জানা যায়, প্রেমঘটিত বিষয়ের জের ধরে গলায় ফাঁস দিয়ে এই যুবক আত্মহত্যার পথ বেছে নেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে। এ ব্যাপারে উখিয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সময়ের আলো/আরআই