প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৫:০১ পিএম (ভিজিট : ১৪০)
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।
এরপর ৭টা ৩৫ মিনিটে শেকৃবি’র কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল আউয়াল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
সকাল সাড়ে ৮টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ পুষ্পাঞ্জলী অর্পন করেন। এ সময় শেকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী, কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাহবুব ইসলাম, শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক মো. আব্দুল লতিফ, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এএ/