প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৪:৩৩ পিএম (ভিজিট : ২২০)
নানা আয়োজনে খুলনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শহীদদের স্মরণে দিনটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারি স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এসময় শ্রদ্ধা নিবেদন করে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। এছাড়া দিনের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা নিবেদন করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। এর সময় শ্রদ্ধা নিবেদনকারীরা বলেন, স্বাধীনতার এত বছর পরেও সেদিন আসলে কত সংখ্যক বুদ্ধিজীবী শহীদ হয়েছিলেন কোন সরকার এখনো পর্যন্ত তার তালিকা করতে পারেনি, যা জাতির জন্য দুঃখজনক। শ্রদ্ধা নিবেদনকারীরা আরো বলেন সকলে মিলে এই দেশ যেমন স্বাধীন হয়েছিল তেমনি আগামীতেও মুক্তিযুদ্ধের সেই চেতনায় অসাম্প্রদায়িকভাবে এই দেশ পরিচালিত হবে, এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেন অনেকে মনে করেন।
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাইফ নেওয়াজ প্রমুখ। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অপরদিকে শনিবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের দোয়া মাহফিল পুর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয় খুলনা বিএনপির উদ্যোগে। মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, সৈয়দা নার্গিস আলী, ফখরুল আলম, স.ম আ রহমান, খান জুলফিকার আলী জুলু, বেগম রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, মোল্লা ফরিদ আহমেদসহ বিএনপি, আঙ্গ ও সহযোগী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবীসহ নানা সংগঠনের উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ের শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সময়ের আলো/এএ/