‘আ. লীগ পালিয়ে গেছে, তারা আর জনগণের কাছে ফিরতে পারবে না’
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৪:১৫ পিএম (ভিজিট : ১০২)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম বলেছেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে ফিরে আসার চেষ্টা করছে এটি ভুয়া খবর। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে, তারা আর জনগণের কাছে ফিরতে পারবে না। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ তারা আর স্বৈরাচার ফ্যাসিষ্ট সরকারকে বরদাস্ত করবে না।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণে নিউ হোস্টেল মাঠে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশে যে গণহত্যা চালিয়েছে তার বিচার ছাড়া দেশের মানুষ তাদের আর দেখতে চায় না। অবশ্যই দেশের মাটিতে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগ লাখো লাখো নেতাকর্মীদের উপর অত্যাচার করেছে। জামায়াতে ইসলামীর এক লক্ষ নেতাকর্মী জেল খেটেছে। অন্যান্য দলের লাখো লাখো নেতাকর্মী জেলে ছিল। এটাই ছিল শেখ হাসিনার বাংলাদেশ। পালাবেন না কেন? এমন ভাবে অন্যায় করেছেন জনগণ পেলে আর রাখত না। ছাত্র জনতার বিপ্লবের কারণে স্বৈরাচার সরকার বিদায় হতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, আমরা কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চাই। এই অধিকার প্রতিষ্ঠা করার জন্যই ছাত্র-জনতার গণআন্দোলন একটি অঙ্গীকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই সংস্কারের মাধ্যমে সুন্দর নির্বাচন চাই।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাহ হোসাইন মিয়াজী, নায়েবে আমির অ্যাড. মাসুদুর ইসলাম বুলবুল, সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মদ আবদুল মবিন, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমির আবদুর রশিদ পাটওয়ারী।
সময়ের আলো/এএ/