ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

ত্রিশালে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩:৫৩ পিএম  (ভিজিট : ১৯৮)
ময়মনসিংহের ত্রিশালে ৮নং সাখুয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু নোমান মোঃ আব্দুল আজিজের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্যগণ।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউপি সদস্যদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শুনান ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজিজুল হক, মজিবুর রহমান, জসিম উদ্দিন, মোস্তাফিজুর রহমান, ফরিদ আহমেদ, আনোয়ার সাদাত ও মৌসুমি আক্তার।

লিখিত বক্তব্যে তারা বলেন, বিগত তিন বছর যাবৎ দায়িত্বভার গ্রহণ করার পর থেকে নৌকা প্রতিকে নির্বাচিত হয়ে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন দূর্নীতি ও অনিয়ম করিয়া আসিতেছে। রেজুলেশন বিহীন স্থানীয় সরকার রেজিষ্টেশন ফি ১%, ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায় ফি, ট্রেড লাইন্সেস ফি, ওয়ারিশান সনদের ফি, গ্রাম্য আদালত ফি, জন্ম ও মৃত নিবন্ধন ফি একক নিয়ন্ত্রন। জন্ম ও মৃত্যু নিবন্ধন ইউপি সচিব পরিচালনা করার কথা থাকলেও চেয়ারম্যান তার নিজস্ব লোক দ্বারা জন্ম ও মৃত নিবন্ধন অতিরিক্ত ফি আদায় করে অর্থ আত্মস্বাত্ করেন। ইউনিয়ন পরিষদ থেকে সরকার নির্ধারিত প্রাপ্ত ভাতা আমরা পাই নাই যাহা ইউনিয়ন পরিষদের নিজিস্ব তহবিল থেকে প্রদান করার কথা তাহা চেয়ারম্যান দলীয় প্রভাব খাটিয়ে আত্মস্বাৎ করেন।

ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের অর্থ জনসংখ্যা হারে বন্টন না করে একক ভাবে ইউপি সদস্য/সদস্যাবৃন্দের মতামত না নিয়ে কাজের মাধ্যমে অনিয়ম করে। সরকার ঘোষিত বিভিন্ন সামাজিক বেষ্টনী ও উন্নয়ন কর্মকান্ড অনিয়ম করে বর্তমান চেয়ারম্যান আবু নোমান মোঃ আব্দুল আজিজ সাহেব ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসছে। আমরা সকল ইউপি সদস্য চেয়াম্যান মহোদয়ের সাথে বার বার কথা বলেও কোন সুরাহা পাইনি । তিনি তার নিজের ইচ্ছা মত ও অনৈতিকভাবে ইউনয়িন পরিষদের সরকারী অর্থ বিভিন্ন ভাবে আত্মসাৎ করিয়া আসিতাছেন। 

তাই আমরা বাধ্য হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাব এনে ময়মনসিংহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ১২ জন ইউপি সদস্য লিখিত আবেদন করেছি।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close