প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩:৩১ পিএম (ভিজিট : ১২০)
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার প্রত্যয়ে জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের ফুলবাগনস্থ্য গণ-কবরে ফুল দিয়ে জেলা ও উপজেলা প্রশাসকের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিস আসমা শাহীন। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মারফত হোসাইনসহ অন্যরা।
অপরদিকে দুপুরে নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পরে প্রেস ক্লাবের হল রুমে সংগঠনের সভাপতি রেজাউল করিমের সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক মিস আসমা শাহীন, পুলিশ সুপার মারফত হোসাইন, ক্লাবের সাধারণ সম্পাদক এসএম কামাল হোসেন, সহ-সভাপতি নাসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুফি সান্টু, সিনিয়র সাংবাদিক এ্যাডঃ মুক্তার হোসেন, গোলাম মোস্তফা, আদ্বুল হাকিম প্রমূখ। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের সম্পাদক ও সদস্যগণ। পরে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে একটি জাতিকে মেধা শূন্য করতে পরিকল্পিতভাবে দেশের সূর্য সন্তানদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। আমাদের দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আত্ম উপলব্ধির এ দিনে সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। তবেই দেশ ও দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে।
সময়ের আলো/এএ/