ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

নাটোরের লালপুরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১:১১ পিএম  (ভিজিট : ৬৮)
নাটোরের লালপুরে সাইফুল ইসলাম (৫৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার এবি ইউনিয়নের বামনগ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল একই এলাকার এবাদ মুন্সির ছেলে।

নিহতের স্ত্রী হুসনেয়ারা বেগম ছবি জানান, সাইফুল পেশায় মুদি দোকানি। শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ির ফেরার পথে নিজ বাড়ির গেটের সামনে পৌঁছালে দূর্বত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এই হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) নুরুজ্জামান রাজু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন এবং হত্যাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close