ই-পেপার রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪

মিরপুর স্টেডিয়াম থেকে শেষ হলো চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ সফর
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৭ পিএম  (ভিজিট : ১১০)
বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও ইফতেখার রহমান মিঠু দেখলেন চ্যাম্পিয়নস ট্রফি। বাংলাদেশ ভ্রমণের অংশ হিসেবে এই ট্রফি শুক্রবার নেওয়া হয়েছিল মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শুক্রবার মিরপুরে ট্রফি প্রদর্শনের মধ্য দিয়ে পাঁচ দিনের বাংলাদেশ সফর শেষ হলো। এবার গন্তব্য দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ভারত ঘুরে পাকিস্তানে গিয়ে শেষ হবে ট্রফির সফর। গেল ৯ ডিসেম্বর বাংলাদেশে এসে পৌঁছেছিল ট্রফিটি। এর পরে সেটিকে কক্সবাজারে নেওয়া হয়।

১১ ডিসেম্বর সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে দর্শনার্থীদের ফটোসেশনের জন্য ট্রফি প্রদর্শন করা হয়। পরদিন ঢাকায় বসুন্ধরা সিটি শপিং মলে রাখা হয়েছিল ট্রফি। সেখানেও ছবি তোলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা।

ট্রফি ভ্রমণের শেষ দিনে শুক্রবার সেটি প্রদর্শন করা হয় মিরপুরে। ক্রিকেটারসহ কর্মকর্তা, সংগঠক ও গণমাধ্যমকর্মীদের জন্য বিসিবি প্রাঙ্গণে এই আয়োজন করা হয়েছিল। তবে ক্রিকেটারদের উপস্থিতি দেখা যায়নি। ওয়েস্ট ইন্ডিজ সফর এবং এনসিএল নিয়ে পুরুষ ক্রিকেটাররা ব্যস্ত থাকায় আসতে পারেননি। নারী দলের ক্রিকেটারদের খেলা না থাকলেও তাদের দেখা যায়নি মিরপুরে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close