প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১২:১০ পিএম (ভিজিট : ১১৪)
যশোরের চৌগাছায় জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলার কমিশনার (ভূমি) তাসমিন জাহান ওসি (তদন্ত) কামাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, শওকত আলী।
উপস্থিত ছিলেন- উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিথুনুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাষ্টার ইমদাদুল হক, পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা আউলিয়ারসহ উপজেলার পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ছাত্র, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা।
সময়ের আলো/এএ/