প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৭:৩০ এএম (ভিজিট : ২৭৪)
গেল বছর গুঞ্জন উঠেছিল বলিউডের তিন খানকে একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে। এবার সেই গুঞ্জনের ইতি টেনে দিলেন আমির খান।
তিনি জানালেন, সালমান ও শাহরুখের সঙ্গে বসে নতুন ছবি নিয়ে আলোচনা হয়েছে তার। সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে এ বিষয়ে আমিরকে জিজ্ঞেস করা হয়েছিল।
জবাবে তিনি বলেন, ‘ছয় মাস আগে সালমান ও শাহরুখের সঙ্গে দেখা করেছিলাম। তখন আমাদের মধ্যে এ নিয়ে আলোচনা হয়। সত্যিই আমাদের একসঙ্গে ছবি করা দরকার। আমরা আলোচনার মধ্যেই আছি।’
আমির খান আরও জানান, একসঙ্গে তিন খান ছবিতে অভিনয় করবেন। তবে সঠিক স্ক্রিপ্টের জন্য এখন নাকি তারা অপেক্ষা করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করা হবে।