ই-পেপার রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪

আবাহনী-মোহামেডান লড়াই আজ
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২:১৪ এএম  (ভিজিট : ১৯৪)
ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আকাংখিত লড়াই আবাহনী-মোহামেডান দ্বৈরথ। তবে ঐতিহ্যবাহী দুই ক্লাবের মধ্যকার ম্যাচে এখন আর সেভাবে উত্তেজনা দেখা যায় না। তবুও মাঠের ফুটবলে দুদলের চাওয়াটা অভিন্ন, পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া। সেই লক্ষ্যে কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আকাশি-নীলদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সাদাকালো শিবির।

নতুন মৌসুমের শুরুটা দারুণ হয়েছে আবাহনীর। বিদেশি ছাড়াই প্রিমিয়ার লিগের দুটি ম্যাচসহ তিনটিতে অপরাজিত তারা। এবার সাদাকালোদের বিপক্ষে মারুফুলের দলের সামনে চ্যালেঞ্জ জয়ের ধারা বজায় রাখা। দেশীয়দের নিয়ে সেই কাজটি বজায় রাখা কঠিন। সেটিই ম্যাচের আগে জানিয়েছেন দলটির গোলকিপার মিতুল মারমা, ‘বিদেশি ছাড়া খেলা সবসময় কঠিন। সত্যি বলতে আমরা অনেকটা পিছিয়ে থাকব, তবে মাঠের খেলায় চেষ্টার কোনো কমতি রাখব না। আমরা যে ছন্দে আছি সেটা ধরে রাখতে চাই। আশা করছি ভালো লড়াই হবে।’

আবাহনী জয়ের ধারায় থাকলেও ক্ষণে ক্ষণে রং পাল্টাচ্ছে মোহামেডান। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম দলটির শুরু হয়েছিল হার দিয়ে। বসুন্ধরার বিপক্ষে চ্যালেঞ্জ কাপ জয়ের আশা জাগিয়েও সফল হতে পারেনি। তবে বিপিএলের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ঠিকই হার দেখিয়ে ফর্মে ফেরার বার্তা দিয়েছিল সাদাকালো শিবির। কিন্তু ফেডারেশন কাপে নিজেদের সবশেষ ম্যাচে রহমতগঞ্জের কাছে হার আত্মবিশ্বাসে খানিকটা চির ধরিয়েছে। তবু চিরপ্রতিদ্বন্দ্বিদের হারাতে আশাবাদী দলের কোচ আলফাজ আহমেদ, ‘আমরা জয়ের জন্য মাঠে নামব। জেতার জন্য সবাই আত্মবিশ্বাসী।’

ব্রাদার্স ও ফর্টিসের জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আলাদা দুটি ম্যাচে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও ফর্টিস এফসি। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার ব্রাদার্স ইউনিয়ন ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে ফর্টিস এফসি ৩-০ গোলে হারিয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুলকে।

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ব্রাদার্সের জয়ের নায়ক সেনেগালের চিক সেনে। দলের পক্ষে একাই তিনি করেছেন জোড়া গোল। ম্যাচের ১৪ মিনিটের সময় প্রথম গোলটি করেন সেনে। এরপর ম্যাচের একদম শেষ মিনিটে প্রতিপক্ষের বক্সে ঢুকে নিজের দ্বিতীয় ও শেষ গোলটি করেন। আরেক ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে ফর্টিসকে এগিয়ে দেন ওমর সার। বাকি গোল দুটি আসে সদ্য জাতীয় দলে অভিষেক হওয়া স্ট্রাইকার পিয়াস আহমেদ নোভার কাছ থেকে। তাতেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফর্টিস।

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close