ই-পেপার রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪

বুড়ো হাড়ের ভেলকি মাহমুদউল্লাহর
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২:০৬ এএম  (ভিজিট : ১০০)
বাংলাদেশ দল থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে একরকম ছেঁটে ফেলে দেওয়া হয়েছিল। বয়স হয়ে গেছে, আর খেলতে পারছেন না ঠিকঠাক। বড় শট খেলতে বেগ পেতে হয় তার। এমন সমালোচনা চলতেই থাকে বছরজুড়ে। বিশেষ করে এক-দুইটা ম্যাচ খারাপ খেলল। অথচ দলের বিপাকে তার ব্যাটেই বারবার ঘুরে দাঁড়ায়, মান রক্ষা হয় বাংলাদেশের।

‘পঞ্চপাণ্ডব’দের একজন মাহমুদউল্লাহ। মাশরাফি বিন মোর্ত্তজা অলিখিত অবসরে অনেক আগে থেকেই। তামিম ইকবাল নেই দলে, সাকিব আল হাসানও নেই। ইনজুরির কারণে নেই মুশফিকুর রহিম। টিকে থাকা মাহমুদউল্লাহ যেন নিজের সেরা সময়েই আছেন শেষ বেলায় এসেও। 

সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল ধবলধোলাই হলেও মাহমুদউল্লাহ ছিলেন অনবদ্য। প্রথম ওয়ানডেতে ৪৪ বলে সমান তিনটি চার ও ছক্কায় পঞ্চাশ রানের অপরাজিত ইনিংস খেলেন। দ্বিতীয় ওয়ানডেতে দল যখন ঘোর বিপাকে তখন ত্রাণকর্তা হয়ে দাঁড়ান তিনি। একপাশ আগলে রেখে ৯১ বলে চারটি ছক্কা ও দুই চারে করেন ৬২ রান। তৃতীয় ওয়ানডেতে খেলেন ঝড়ো ইনিংস। ৬৩ বলে সাতটি চার ও চারটি ছক্কায় খেলেন ৮৪ রানের অপরাজিত ইনিংস। তিন ম্যাচের তিন ইনিংসেই হাফসেঞ্চুরি করেছেন মাহমুদুল্লাহ। ৩ ইনিংসে দুবার অপরাজিত থেকে ১৯৬ গড়ে ১৯৬ রান করেন। যা এই সিরিজে সর্বোচ্চ ব্যক্তিগত রানও।

ক্যারিয়ারের শেষ বেলায় এসে দাঁড়ালেও মাহমুদউল্লাই যেন দলের সেরা ব্যাটার এখনও। ২৩৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ব্যাটিং ইনিংস ২০৮টি। ৪টি সেঞ্চুরির সঙ্গে ফিফটি রয়েছে ৩২টি। অর্থাৎ ন্যূনতম ৫০ রানের ইনিংস ৩৬টি। বাংলাদেশের ক্রিকেটের মান বিচারে মোটেও খারাপ নয়, বরং অতীত ম্যাচগুলোর বিপদ-আপদ ভাবলে বেশ ভালোই। এর মধ্যে তার ১৬টি ন্যূনতম ৫০ রানের ইনিংসে বাংলাদেশ জিতেছে।

অন্যদিকে ন্যূনতম ৫০ রানের ৩৬টি ইনিংসের মধ্যে ২০টি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। তার মধ্যে সেঞ্চুরি ২টি, ফিফটি ১৮টি। দুটি সেঞ্চুরির একটি ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১২৮, আরেকটি তুমুল সমালোচিত ইনিংস গত বছর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ৩৮২ রান তাড়া করতে নেমে ১১১ বলে ১১১ রান। দলের হার প্রায় নিশ্চিত জেনেও সেঞ্চুরি করে উদযাপনে মেতে উঠে সমালোচনার মুখে পড়েন। এমনও অনেক ম্যাচে দেখা গেছে, ম্যাচের ভাগ্য একদিকে, তার গতিবিধি অন্যদিকে। তবে যাই হোক বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে মাহমুদউল্লাহ রিয়াদ এখনও দলের অন্যতম সদস্য হয়েই আছেন।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close