প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১:৪৯ এএম (ভিজিট : ১৩৬)
ছাগলকাণ্ডে দেশজুড়ে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর ইফাতের (২০) বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।
গত রোববার আবদুল হামিদ সোয়াদ (১৬) নামের এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ইফাতসহ তিনজন ও অজ্ঞাত সাতজনের বিরুদ্ধে ভুক্তভোগীর মা আফরোজা বেগম বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন-শেখ রাফিত রহমান (২১) ও তাসরিফ (১৯)।
মামলায় ভুক্তভোগীর মা আফরোজা বেগম উল্লেখ করেন, বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আবদুল হামিদ সোয়াদ (১৬)। সে তার এক বন্ধুর সঙ্গে বাসায় ফেরার পথে ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ১৪/এ সড়কে ২৮ নম্বর বাসার সামনে আসার পরই ভবনের ভেতরে নিয়ে রড ও হেলমেট দিয়ে পিটিয়ে আহত করে আসামিরা। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, গত বছর ধানমন্ডিতে ইফাতের একটি গাড়িচাপার ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল তার ছেলে। এই ঘটনা এসে পুলিশের কাছে সত্য বলায় তার ছেলেকে টার্গেট করে হামলা করা হয়েছে। আসামিরা একটি ভবনের রুমের ভেতরে নিয়ে হত্যার জন্য হামলা চালায়। তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান এবং মামলার পর আসামির পরিবার নানাভাবে চাপ দিচ্ছে বলেও জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানীর লালমাটিয়া ও ধানমন্ডিতে ইফাতের গ্যাং রয়েছে। তার গ্যাংয়ের সদস্যরা প্রায়ই মারামারির সঙ্গে জড়িয়ে পড়ে বলে জানা গেছে। সম্প্রতি ইফাত ও তার গ্যাং বেশ কয়েকটি মারামারির ঘটনা ঘটিয়েছে। দেশে এসে বিভিন্নজনকে মারধর করে গোপনে মালয়েশিয়া চলে যান তিনি। কিছুদিন বিদেশে থেকে এলাকায় ফিরে এসে আবারও সক্রিয় হন।