প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১:১৫ এএম (ভিজিট : ২৩৪)
প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইতে প্রচার হবে তার কালজয়ী চলচ্চিত্র ‘ভাত দে’।
চলচ্চিত্রটি আজ দুপুর ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে। জীবনঘনিষ্ঠ সামাজিক কাহিনির প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রটিতে একজন নারীর জীবনের নানা টানাপড়েনের গল্প উঠে এসেছে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, রাজীব, আনোয়ার হোসেন, আনোয়ারা, আঁখি আলমগীর (শিশুশিল্পী), জাহানারা ভূঁইয়া, টেলি সামাদ, আখতার হোসেন। চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন আমজাদ হোসেন।
এ বছর চলচ্চিত্রটি মুক্তির চার দশক। কালজয়ী এই চলচ্চিত্রটি নয় ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
সময়ের আলো/আরএস/