ই-পেপার শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪
শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪

সিলেটে জামায়াতের আমির
একটি শক্তি মিথ্যাচার করে বিদেশি বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ১:৫০ পিএম  (ভিজিট : ১৪০)
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি শক্তি দেশের মর্যাদা ক্ষুন্ন করার জন্য মিথ্যাচার করে বিদেশি বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু পদে পদে তাদের সব ষড়যন্ত্র ঝড়ে পরে যাচ্ছে। মানুষ এখন সজাগ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সিলেটর আলীয়া মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর আমির বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ ক্ষমতায় এসে জানান দিয়েছিলো তারা ক্ষমতার জন্য হত্যাকাণ্ড চালাবে। সেদিন থেকে বাংলাদেশ পথ হারিয়ে ছিলো। দীর্ঘ সাড়ে ১৪ বছর পর বাংলাদেশ মুক্তি পেয়েছে। মানুষ এখন স্বস্তির সাথে শ্বাস নিতে পারছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নেতাকর্মীদের জামায়াতের প্রতি পাষাণ হওয়ার জন্য বারবার নির্দেশ দিয়েছিলেন। বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে তারা দায়িত্বজ্ঞানহীন নন। দেশকে যারা সম্মান করে না তারা কার কাছে ভোট চাইবে? যারা মানুষ খুন করেছে তারা জাতির কাছে জানুক তারা তাদের রাজনীতি চায় কি না।

শফিকুর রহমান বলেন, দেশের হিন্দুদের উস্কানি দেওয়া হয়েছিলো। যারা উস্কানি দিয়েছিলো তাদের মূখ্য জবাব এবার দিয়েছে হিন্দুরা। সব কিছুকে ভূল প্রমাণ করে আমাদের সবাইকে আরো ঐক্যবদ্ধ করেছে।

বাংলাদেশের এক ইঞ্চি মাটির উপর দখল বাণিজ্য হতে দিবো না মন্তব্য করে তিনি বলেন, দেশে নারী-পুরুষকে সমান মর্যাদা দেওয়া হবে। বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে গড়তে চাই। শান্তির বাংলাদেশ গড়তে আমরা যেন অবদান রাখতে পারি।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close