ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

বুবলীর বিয়ের ছবি ভাইরাল
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ১:০৫ এএম  (ভিজিট : ২৩৪)
চিত্রনায়িকা শবনম বুবলীর বিয়ের সাজে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর এই ছবি ঘিরে রটে গেছে ফের বিয়ে করেছেন বুবলী! তার সঙ্গে বরের সাজে থাকা ছেলেকে নিয়ে অনেকের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। ভাইরাল ছবিগুলোয় বুবলীর সঙ্গে থাকা ছেলেটির নাম ওয়াসিফ খান।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন বুবলী। তিনি জানিয়েছেন, এমন একটা আলোচনা সৃষ্টি হতে পারে সেটি তারা অনুমান করেছিলেন। বুবলী বলেন, ‘সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটি নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটি নিয়ে আলোচনা হবে। কেউ পজেটিভলি নেবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটি নিয়ে কথা বলছে।’

অল্প বয়সি ছেলের সঙ্গে ফটোশুট প্রসঙ্গে বুবলী আরও বলেন, ‘আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি, বিশেষ করে আমার ক্যারিয়ারের ৮-৯ বছর হয়ে গেছে...সেই আমরা যদি কিছু ভিন্নতা যদি না আনার চেষ্টা করি তা হলে দর্শক পরিবর্তনটা দেখবে না।’ ফটোশুটের কোরিওগ্রাফি করেছেন গৌতম সাহা।

বর্তমানে বিভিন্ন স্টেজ শো, প্রোমোশন ও ফটোশুটে ব্যস্ত রয়েছেন শবনম বুবলী। শিগগিরই তাকে নতুন ছবিতে দেখা যাবে। তার হাতে রয়েছে জাকির হোসেন রাজুর ‘চাদর’, এম রাহিমের ‘জংলি’, রাখাল সবুজের ‘পুলসিরাত’, মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের ‘প্রেম পুরাণ’, সাইফ চন্দনের ‘কয়লা’, দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’ নামের বেশ কয়েকটি সিনেমা।

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close