ই-পেপার শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪
শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪

জাতিসংঘ মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠক
সংস্কার শেষে নির্বাচনের কথা জানিয়েছে জামায়াত
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১০:১৮ পিএম  (ভিজিট : ৬৬)
জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, আমরা জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করে মতবিনিময় করেছি। তারা বাংলাদেশে ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থাকে পর্যবেক্ষণ করছেন। একইসঙ্গে আগামীতে এখানকার গণতন্ত্র, মানবাধিকার ও একটি সুষ্ঠু নির্বাচনসহ অন্যান্য ইস্যুতে মতবিনিময় হয়েছে। জামায়াতে ইসলামী বাংলাদেশকে কীভাবে দেখতে চায় সে বিষয়ে জানতে চেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। আমরা তাদের আমাদের দলীয় অবস্থান জানিয়েছি। বিশেষ করে ট্রাইব্যুনালের বিচারের বিষয়ে স্বচ্ছতার কথা বলেছি। একইসঙ্গে বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক পদ্ধতি তৈরি করা যায় কি না? প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠ‍ু নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সে বিষয়ে প্রত্যাশার কথা জানিয়েছি।

এসময় উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close