ধামরাইয়ে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২:৪৯ পিএম (ভিজিট : ৭৫০)
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মো আমিনুর ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কেলিয়া ব্রিজের উপরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আমিনুল ইসলাম ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের মৃত পলান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ঢাকাগামী লেনে একটি সিএনজি জয়পুরা বাস স্ট্যান্ড থেকে নবীনগর যাওয়ার পথে কেলিয়া নামক ব্রিজের উপর পৌঁছালে পেছন থেকে একটি সেলফি নামক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক আমিনুল ইসলাম মারা যান।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ঢাকাগামী লেনে একটি সিএনজি জয়পুরা বাস স্ট্যান্ড থেকে নবীনগর যাওয়ার পথে কেলিয়া নামক ব্রিজের উপর পৌঁছালে পেছন থেকে একটি সেলফি নামক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।এই ঘটনায় আহত হন আরো সাত আট জন।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটিকে জব্দ করার চেষ্টা চলছে।
সময়ের আলো/এএ/