তথ্য উপদেষ্টার বক্তব্য রাজনীতি-বিরোধী: ফখরুল
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২:২৫ পিএম (ভিজিট : ২৯২)
বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো তথ্য উপদেষ্টার এমন বক্তব্য রাজনীতি-বিরোধী।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করেছে। আলোচনার মধ্য দিয়ে ভারত বাংলাদেশের সংকট সমাধান করতে হবে।
তিনি বলেন, নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। যে বিজয় এসেছে তা রক্ষা করার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
মামলা শেষ হলে তারেক রহমান দেশে ফিরবে বলে জানান মির্জা ফখরুল। সংস্কার নয় নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি এমন ধারনা ভুল মন্তব্য করে মহাসচিব বলেন, বিএনপি ২ বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে।
নূন্যতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। দেশে যে সমস্যা গুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা চ্যালেঞ্জিং হবে।
সময়ের আলো/এএ/