ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, রাজধানী পরিবহনের ৩২ বাস আটক
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৭ পিএম  (ভিজিট : ১৩৪)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের অন্তত ৩২টি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে আরিচাগামী লেনে বাসগুলো আটকানো শুরু করেন তারা। ভুক্তভোগী শিক্ষার্থী শাহামিনা দিতি, বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী শাহামিনা দিতি জানান, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট থেকে রাজধানী পরিবহনের একটি বাসে (নাম্বার ঢাকা মেট্রো-ব-১২৩০৪৪) উঠেন। বাসে উঠার পরপরই বাসটির সহকারী তার সাথে খারাপ আচরণ শুরু করেন। ভাড়া চাইলে তিনি প্রথমে হাফ ভাড়া (৫ টাকা) দেন, কিন্তু বাসের সহকারী তা নিতে অস্বীকৃতি জানান। পরে তিনি পূর্ণ ভাড়া (১০ টাকা) দিলেও সহকারী তাকে কটু কথা বলেন। নবীনগর স্মৃতিসৌধ এলাকায় বাসটি অযাচিতভাবে থামালে তিনি এর প্রতিবাদ করেন। তবে বাসের সহকারী তখনও তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ চালিয়ে যান।

এই ঘটনার কথা তিনি তার সহপাঠীদের জানালে তারা রাজধানী পরিবহনের বাসগুলো আটকানো শুরু করে তারা।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা বাস আটকাতে গেলে একটি বাস থামানোর নির্দেশ না মেনে দ্রুত চলে যেতে থাকে। এতে এক শিক্ষার্থী আহত হন। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই বাসের চালককে ধরে মারধর করেন।

বুধবার সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থলে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে শিক্ষার্থীরা রাজধানী পরিবহনের বাসগুলো থামিয়ে সড়কের একপাশে সরিয়ে রাখছেন এবং বাসের চাবি কেড়ে নিচ্ছেন। যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ার কারণে অনেক যাত্রী ভোগান্তিতে পড়েন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আবু সৈয়দ জিন্নাহ বলেন, রাজধানী পরিবহনের একটি বাসে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হেল্পার অসৌজন্যমূলক আচরণ করেন। পরে শিক্ষার্থীরা বাস আটকানো শুরু করেন। আমরা বাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আলোচনা করতে আসছেন। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সময়ের আলো/জেডআই




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close