ই-পেপার শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

তিতাসে ছেলেসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৪ পিএম  (ভিজিট : ২৭২)
কুমিল্লার তিতাসে আওয়ামী লীগ নেতা, জগতপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় তিতাস থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে উপজেলা জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজবাড়ি থেকে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান ও তার ছেলে মারুফ হাসান জিমিকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্ট ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় তিতাস থানায় দায়ের করা মামলার আসামি মুজিবুর রহমান চেয়ারম্যান ও তার ছেলে মারুফ হাসান জিমি।

স্থানীয়রা জানায়, মুজিব চেয়ারম্যান ২০২১ সালে ভিজিএফের চাল আত্মসাৎ করে স্থানীয়দের কাছে ধরা পড়ে ছিল। আওয়ামী লীগ নেতা হওয়ায় ওই সময় তিনি পার পেয়েছেন। 

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় তিতাস থানায় দায়ের করা মামলার আসামি মুজিব চেয়ারম্যান ও তার ছেলে জিমি। মঙ্গলবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (১১ ডিসেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close